সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ : ব্রিটিশ মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এখন রহিম স্টার্লিং। ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলারকে ঘিরে এমনিতে বিতর্ক কম নেই। পায়ে রাইফেল ট্যাটু নিয়ে কথা উঠেছে। সমালোচিত হয়েছেন লাইফস্টাইল নিয়ে। সেই তিনি এবার মুখ খুললেন। প্রচার মাধ্যমের একাংশকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ওরা সমালোচনা করে এমন অনেক বিষয় নিয়ে, যা ওরা জানেই না।’
দারিদ্রতা কাটিয়ে ফুটবলার হওয়া স্টার্লিং এখনও নিজের সেই সব দিনগুলো ভোলেননি। যে কারণে সাদামাঠা জীবনই কাটাতে চান। পরিবার কেন্দ্রিক ভাবনাতেই থাকতে চান। তার কথায়, ‘১৫ বছর আগে মা আর বোনের সঙ্গে হোটেলের বাথরুম পরিষ্কার করতাম। তার পর ব্রেকফাস্ট পেতাম। সে সব দিনগুলো পেরিয়ে এসেছি। আমার মা, বোন আর সন্তানকে কোনো কষ্ট দিতে চাই না।’
তিউনিশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-১ জিতেছে ইংল্যান্ড। ওই ম্যাচে ভালো খেলতে পারেননি স্টার্লিং। এরপর থেকে আবার মিডিয়ার তিরে বিদ্ধ তিনি। অনেক কিছুর সঙ্গে মাকে বাড়ি কিনে দেওয়া নিয়েও কথা উঠেছে। যাতে চটেছেন স্টালিং।
তিনি বলেছেন, ‘আমার যখন এই দেশটাতে এসেছিল, তখন কিছুই ছিল না। স্কুল, হোটেলের বাথরুম, বিছানার চাদর পরিষ্কার করে আমাদের বড় করেছিলেন। সেই তিনিই এখন একটা নার্সিংহোমের ডিরেক্টর। আর তার ছেলে ইংল্যান্ডের জাতীয় টিমে খেলে।