সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: আগামী ২০১৯ সালের মে মাসে ভারতের লোকসভার নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের প্রায় একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হচ্ছে। তাই আগামী বছরের আইপিএল ভারতের বাইরে আয়োজন করার পরিকল্পনা নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী বছর ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা। একই সময়ে ভারতের লোকসভার নির্বাচন হচ্ছে বলেই নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই দেশের বাইরে আয়োজনের পরিকল্পনা নিচ্ছে।
এর আগে ২০০৯ সালে একবার আইপিএল দেশের বাইরে আয়োজন হয়েছিল। সেবার দক্ষিণ আফ্রিকায় আয়োজনটা বেশ সফলই হয়েছিল।
ভারতে না হলে কোথায় হবে পরবর্তী আইপিএল? এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এই আসর আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। সিএসএর চিফ এক্সিকিউটিভ থাবাং মোরো এ ব্যাপারে বলেন, ‘আবার আইপিএল আয়োজনের সুযোগ পেলে আমরা রাজি। যদিও ভারতের তরফ থেকে আমরা এখনো কোনো প্রস্তাব পাইনি। যদি প্রস্তাব পাই অবশ্যই আমরা এই টুর্মামেন্ট আয়োজন করব।’