সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু
ব্যক্তিগত লক্ষ্য নেই, দল নিয়েই ভাবছেন মাশরাফি

ব্যক্তিগত লক্ষ্য নেই, দল নিয়েই ভাবছেন মাশরাফি

ভিশন বাংলা: আর কদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপের ১৪তম আসর। টুর্নামেন্ট সামনে রেখে টাইগাররা নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত। গত আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এবারও দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন টাইগার দলপতি। এ সময় তিনি দলের নানা দিক তুলে ধরেন। টুর্নামেন্টে দলের চূড়ান্ত লক্ষ্য কী তা আপাতত প্রকাশ করেন টাইগার অধিনায়ক। তিনি জানিয়েছেন, আপাতত তাদের লক্ষ্য ভালোভাবে শুরু করা। আর টুর্নামেন্টে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই মাশরাফির। দলের জন্য তিনি কতটুকু অবদান রাখতে পারেন সেটি নিয়েই ভাবছেন তিনি।

মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আমার বিষয়ে বলতে গেলে আমার ব্যক্তিগত কেনো লক্ষ্য নেই। আগেও ছিল না। দলে কতটুকু ভূমিকা রাখতে পারি সেটিই আসল বিষয়।’

এশিয়া কাপের আগে সাকিব আল হাসান কতটুকু ফিট, কতটুকু ফিট না তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হাতে ব্যথা থাকা সত্ত্বেও ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। দেশে ফিরে জানিয়েছিলেন, এশিয়া কাপের আগেই তিনি হাতের আঙুলে অপারেশন করাতে চান। কিন্তু শেষমেশ দেখা গেল, তিনি দলে আছেন।

সাকিব আল হাসানের বিষয় নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব যেমন খেলেছে সেটা দলের জয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার কাছে মনে হয় ওতটুকু সুস্থ থাকলে যথেষ্ট। আর ডিসিশনটা সাকিবের। সে যদি খেলতে পারে তাহলে আর কারো কোনো কথা বলার দরকার পড়ে না।’

দলের লক্ষ্য নিয়ে টাইগার দলপতি বলেন, ‘টুর্নামেন্ট যেটাই হোক আমাদের যেটা আছে আমরা সেটা নিয়েই যেন ভালো খেলতে পারি। এবারের ফরম্যাটটা একটু অন্যভাবে সাজানো। প্রথমে গ্রুপ পর্ব। তারপর সুপার ফোর। তবে প্রথম ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি সেটাতে ভালো খেলতে পারি তাহলে পরবর্তী ম্যাচগুলোতে আশা করি ভালো করতে পারব।’

তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই কঠিন। আসলে আমরা কতটুকু তৈরি, আমরা জিতব এরকম কথা আমি বলতে পারব না। তবে টিমের কম্বিনেশন আর সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের সামর্থ্য আছে। ভালো খেলতে পারলে অবশ্যই সম্ভাবনা রয়েছে।’

এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্ব নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমাদের জন্য সবাই হুমকি। তবে আমি প্রথম ম্যাচেই বেশি গুরুত্ব দিব।’

টুর্নামেন্টে বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে পারে তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হতে পারে টাইগারদের। এ ব্যাপারে টাইগার অধিনায়ক বলেন, ‘আপনি যদি দলগুলো দেখেন আমরাও পিছিয়ে নেই। সবদিক থেকে ভারত এগিয়ে। তাদের ভালো মানের খেলোয়াড় আছে। কিন্তু এখনই ভারত নিয়ে ভাবছি না। আমার আপাতত টার্গেট গ্রুপ পর্ব। গ্রুপ পর্বের ম্যাচে ভালো করতে পারলে আশা করি পরবর্তী ম্যাচগুলোতেও ভালো করতে পারব। ভারতীয় অধিনায়ক কোহলি এশিয়া কাপে নেই। এটার সবার জন্য প্লাস পয়েন্ট। আমার মনে হয় আমাদের সামর্থ্য আছে তাদের হারানো। সবকিছু ঠিক থাকলে মনে হয় আমরা ভালো কিছু করব।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com