সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
কক্সবাজার পৌরসভার গোলদীঘিরপাড় এলাকার স্ত্রী-দুই কন্যাকে হত্যার পর এক যুবকের আত্মহত্যার ঘটনায় পুলিশ ও পরিবারের পক্ষ থেকে ২ টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু এবং নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, নিহত যুবক সুমন চৌধুরীর ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এই হত্যাকান্ডের কোন মোটিভ খুঁজে পায়নি পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৭ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকা একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- শহরের বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার ননী গোপাল চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৩৩), বেবী চৌধুরী (২৫), অবন্তিকা চৌধুরী (৬) ও জ্যোতি চৌধুরী (৩)।