রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
শ্রীলংকা ক্রিকেটে নেতৃত্ব যেন মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। বোর্ড, নির্বাচক, অধিনায়ক সবকিছুতেই বার বার পরিবর্তন হচ্ছে। তারই আরেকবার প্রমাণ মিলল অধিনায়ক নির্বাচন নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও একমাত্র টি-২০ ম্যাচে শ্রীলংকা দলের অধিনায়ক করা হয়েছে পেসার লাসিথ মালিঙ্গাকে। তার ডেপুটির দায়িত্ব পালন করবেন নিরোশান ডিকবেলা।নিজ মাঠে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর সিমিত ওভারের দলে বিশেষ করে ৫০ ওভার ফর্মেটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা ক্রিকেট। ফিটনেস সমস্যার কথা বলে ইংল্যান্ড সিরিজে বাদ দেয়ার পর পুনরায় দলে ডাকা হয় এ্যাঙ্গেলো ম্যাথুজকে। লজ্জাস্করভাবে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার বলির পাঠা বানানো হয় ম্যাথুজকে।
ত্রুটিপূর্ণ বোলিং এ্যাকশনের জন্য আইসিসির নিষেধাজ্ঞা থাকায় নিউজিল্যান্ডে দলের তারকা স্পিনার আকিলা ধনঞ্জয়াকে পাচ্ছেনা শ্রীলংকা। দল থেকে বাদ পড়েছেন উপুল থারাঙ্গা।১৭ সদস্যের দল তেকে বাদ পড়েছেন ওপেনার সাদিরা সামারাবিক্রমা ও বাঁ-হাতি স্পনার আমিলা আপনসো।ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় দলে পিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান কুসল পেরেরা। দলে জায়গা পেয়েছেন কুসল মেন্ডিজও।
ওয়ানডে ও টি-২০ দল
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, এ্যাঞ্জেলো ম্যাথুজ, দানুসকা গুনাতিলকা, কুসল পেরেরা, দিনেশ চান্ডিমাল, আসেলা গুনারতেœ, কুসল মেন্ডিজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লক্ষন সান্দাকান, সিকুগে প্রসন্ন, দুশমন্ত চামিরা, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।