শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আকমল আলী রোডে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক এখনো থেমে নেই ছাত্রলীগের সন্ত্রাসী প্রত্যয় মাহমুদের নাশকতা কার্যক্রম দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড গ্যাং লিডার হিটলু বাবু গ্রফতার, অস্ত্র উদ্ধার জীবনমান উন্নয়নে আগৈলঝাড়ায় সেমিনার ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
ব্যানার টানিয়ে কাউকে বলব না আমাকে পছন্দ করুন : কোহলি

ব্যানার টানিয়ে কাউকে বলব না আমাকে পছন্দ করুন : কোহলি

মেলবোর্নে সংবাদ সম্মেলনে কথা বলছেন কোহলি। ছবি : এএফপি

ক্রীড়া ডেস্কঃ ক্রিকেট মাঠে তার আচরণ বরাবরই প্রশ্নবিদ্ধ। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে বারবার প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন। খোদ ভারতের বিখ্যাত ব্যক্তিরাই কোহলির এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেতা নাসিরউদ্দিন শাহ তো বলেই দিয়েছেন, তার আচরণ বিশ্বের সবচেয়ে খারাপ! এতকিছুর পরেও আত্মপক্ষ সমর্থন করার কোনো ইচ্ছা নেই ভারত অধিনায়ক বিরাট কোহলির। বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে আচরণ নিয়ে প্রশ্ন ওঠায় বেশ শক্ত জবাবই দিয়েছেন তিনি।

কোহলি বলেছেন, ‘আমি জানি না কারা এগুলো লিখছেন বা বলছেন, কেনই বা বলছেন। প্রত্যেকেরই নিজের মত প্রকাশ করার অধিকার আছে এবং আমি সেগুলোকে সম্মানই করছি। তবে আমার ফোকাস এগুলোতে নেই, রয়েছে ক্রিকেটের উপরে। বাইরে থেকে লোকে কথা বলবে। কিন্তু আমার মনঃসংযোগ খেলাতেই আছে। আমি দলের হয়ে ভালো করতে চাই, দলকে জেতাতে চাই। আমি কোনো ব্যানার টানিয়ে লোকের সামনে গিয়ে গিয়ে বলব না যে, আমি খুব ভালো; আমাকে সবাই পছন্দ করুন। যে যা ভাবছে, সেটা বাইরে থেকে ভাবছে। তার নিয়ন্ত্রণ আমার হাতে নেই।’

পার্থে অজি অধিনায়ক টিম পেইনের সঙ্গে বাগ্‌যুদ্ধের জেরে স্থানীয় সংবাদমাধ্যমে খলনায়ক হয়ে গেছেন কোহলি। এর মাঝে কোচ রবি শাস্ত্রী তাকে ‘আপাদমস্তক ভদ্রলোক’ আখ্যা দিয়েছেন। এই প্রসঙ্গ কোহলিকে খোঁচা মারেন এক অজি সাংবাদিক। জবাবে কোহলি বলেন, ‘কোচ আমাকে অনেক দিন ধরে কাছ থেকে দেখছেন। তার যেটা মনে হয়েছে, সেটাই হয়তো বলেছেন। আমি ভদ্রলোক কি না, নিজে বলব কী করে? যারা আমাকে চেনেন, কাছ থেকে দেখেছেন, তারাই বলতে পারবেন।’

টিম পেইনের সঙ্গে ঝগড়া নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘পেইন এবং আমার মধ্যে আগের টেস্টে যা কিছু ঘটেছে, সেটা অতীত। দুটি দল নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করছে। উত্তেজনার মুহূর্তে কিছু ঘটনা হয়তো ঘটেছে। কিন্তু কেউ সীমানা অতিক্রম করেনি। তাই ওটা নিয়ে পড়ে থাকার আর মানে হয় না। আমি এবং পেইন দুজনেই নিশ্চয়ই বুঝেছি যে, আসল বিষয় হচ্ছে ভালো ক্রিকেট খেলা। সেটার জন্যই আমরা এখানে এসেছি। আমরা চাই ভালো ক্রিকেট খেলতে যা দেখে মানুষ আনন্দ পাবে। অন্য কিছু মাথায় নেই।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com