শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বরিশালে সাড়ে তিন বছরের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

ডেস্ক নিউজঃ মুক্তিপণের দাবিতে বরিশাল নগরীতে সাড়ে তিন বছর বয়সী একটি কন্যা শিশু‌কে অপহরণের ঘটনা ঘটেছে। পরে অপহরণকারীরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

গতকাল রবিবার সকালে দীপা রানী নামে শিশুটিকে বাসার সামনে থেকে  অপহরণ করা হয়। সন্ধ্যায় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শিশুর বাবার নম্বরে কল দিয়ে মুক্তিপণের টাকা চেয়ে হত্যার হুমকি দেয়া হয়।

অপহৃত শিশুটির বাব একটি মিষ্টির দোকানের কর্মচারী বিনয় সমাদ্দার।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুতই অপহৃত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

শিশুর বাবা বিনয় সমাদ্দার সাংবাদিকদের জানান, রোববার সকাল ১০টার দিকে শিশু কন্যা দীপা রানী ঘরের সামনেই খেলছিল। সেখান থেকেই হঠাৎ করে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com