রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
সারাদেশে তীব্র শীত। শীতের কাঁপনে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। অসহায় শীতার্তদের জন্য এগিয়ে এসেছেন অনন্ত জলিল। সোমবার (২২ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে বরিশালের গৌরনদী উপজেলায় ছুটে গেছেন তিনি। সঙ্গে ছিলো ছেলে আরিজ।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘গৌরনদী উপজেলা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। তবে ইচ্ছে আছে আরও দুই-তিনটি এলাকায় গরীবের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। সম্ভব হলে আপনারাও মানুষের পাশে দাঁড়ান।’
একটি হেলিকপ্টারে করে সেখানে গিয়েছেন অনন্ত জলিল। ছেলে ছাড়াও মুফতি ওসামা, মঈন আব্দুল্লাহসহ কয়েকজন আছেন তার সঙ্গে। জানা গেছে, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ইসলামের প্রসার নিয়েও কথা বলবেন তিনি।