সোমবার, ১২ মে ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এন আর বি কমার্শিয়াল ব্যাংক দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতারন করেছে। জানাগেছে, গকতাল সকালে বাকাল ইউনিয়ন পরিষদের হল রুমে এন আর বি কমার্শিয়াল ব্যাংক আগৈলঝাড়া শাখা বাকাল ইউনিয়নের ১শত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতারন করেন। এ সময় উপন্থিত ছিলেন এন আর বি কমার্শিয়াল ব্যাংক আগৈলঝাড়া শাখার ম্যানেজার মোঃ আল মামুনুর রশিদ, বাকাল ইউপি সদস্য এচাহাক পাইক, নির্মল ঘটক, রমেশ , অজিৎ শিকারী, বাকাল ইউনিয়ন পরিষদের সচিব সূর্বনা হালদার, বাকাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মৃদুল দাস প্রমূখ।