শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শীতের প্রকোপে গত কয়েকদিনে তিন নবজাতকসহ ছয় শিশুর মৃত্যু হয়েছে ঠাকুরগাঁওয়ে। ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় দুই শতাধিক শিশু, হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে রোগীর সংখ্যা। ওয়ার্ডের ১৮টি বেডের বিপরীতে সেখানে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে প্রায় দুই শতাধিক শিশু। শীতের প্রকোপ বাড়ায় জেলাসহ জেলার বাহিরের বিভিন্ন এলাকা থেকে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত এসব শিশুদের নিয়ে আসছেন তাদের স্বজনরা। হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা মাত্র ১৮ টি। অথচ ধারণ ক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি রোগী ভর্তি থাকায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এমন অবস্থায় কোন শিশু যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) সুব্রত সেন জানান, কোন শিশু যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য ডাক্তার-নার্স সবাই কাজ করে যাচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সু-চিকিৎসা পাচ্ছে।