মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রাণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়েকে যাতে সারা বাংলাদেশের একমাত্র নিরাপদ পরিবহন এবং স্বল্পখরচে জনগনের কাছে পৌঁছে দেওয়া যায় সে লক্ষে কাজ করছে সরকার। এজন্য বহুমুখী প্রকল্প গ্রহন করা হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ১০টি প্রকল্পের অগ্রাধিকারের মধ্যে ২টি প্রকল্প হলো রেল মন্ত্রাণালয়ের। এর মধ্যে একটি হলো চিটাগাং হয়ে কক্সবাজার রেল সংযোগ ও আরেকটি হলো পদ্মা সেতুর উপরে রেল যোগাযোগ স্থাপন করে যশোরসহ সমস্ত দক্ষিণাআঞ্চলকে রেলের আয়ত্তে আনা।
মন্ত্রী বলেন, আমাদের রেল ব্যবস্থাকে এক দিকে যেমন সারাদেশের জনগনের কাছে নিয়ে যাবার জন্য কাজ করছি ঠিক তেমনি অন্যদিকে আমাদের প্রতিবেশি রাষ্ট্র যেগুলো আছে তাদের সাথেও আমাদের যে কানেক্টিভিটি তা এই রেলযোগাযোগের মাধ্যেমেই আমরা বৃদ্ধি করবো।
আগামী এক বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ে অনলাইনে রেলের টিকিটের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন,রেলের টিকিটের ব্যবস্থা ডিজিটাল করার কাজ শুরু হবে। যাতে করে অনলাইনে সকলে টিকিট করতে পারে।
এসময় জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।