রবিবার, ২৪ মার্চ ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

উপজেলা নির্বাচনে বরিশালে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

উপজেলা নির্বাচনে বরিশালে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোঃ জহিরুল ইসলাম সবুজ:

মনোনয়নরপত্র জমাদানের শেষদিন মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত জেলার নয়টি উপজেলার রিটার্নিং অফিসারদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা ২২ জন চেয়ারম্যান প্রার্থী। এছাড়া ২৭ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী।মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৪ জন প্রার্থী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে একজন পুরুষ ও একজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গৌরনদীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী জিনিয়া আফরোজ হেলেন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মলিনা রানী রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাবুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত কাজী ইমদাদুল হক দুলাল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মোস্তাক আহম্মেদ রিপন, ওয়ার্কার্স পার্টির নেতা ফিরোজ আলম ও বিকল্পধারার এনামুল হক রাজু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই উপজেলায় সাতজন পুরুষ ও একজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। হিজলা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত সুলতান মাহমুদ টিপু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন ঢালী, স্বপন চৌধুরী ও এ্যাডভোকেট কাজী জাকির তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া তিনজন পুরুষ ও দুইজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুলাদী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তারিকুল হাসান খান মিঠু ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইউসুব আলীসহ তিনজন পুরুষ ও দুইজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উজিরপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমান ইকবাল, সাবেক উপজেলা চেয়ারম্যান জাসদ নেতা আবুল কালাম আজাদ বাদল এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরাকোঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ হাওলাদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া তিনজন পুরুষ ও তিনজন নারী ভাইসচেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বানারীপাড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক ও জাতীয় পার্টির মিজান চোকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ শামসুল আলম চুন্নু ও দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে কেন্দ্রীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একেএম তিতুমির হাওলাদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া দুইজন পুরুষ ও দুইজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের জেলার নয়টি উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের শেষদিন ছিলো ২৬ ফেব্রুয়ারী। এখানে প্রার্থীতা বাছাই ২৮ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ৬ মার্চ, ৭ মার্চ প্রতীক বরাদ্দের পর আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com