শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০১৯

ফিরোজ আহমেদঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালন করে যাচ্ছে। অনেক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। ‘বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ’। তিনি গতকাল রাতে খুলনার খালিশপুর চিত্রালী পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সিমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছেন একটি স্বদেশকে একটি সুখী ও দারিদ্রমুক্ত দেশে পরিণত করতে। বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে জাতিসংঘসহ বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, মাদক জীবনকে শেষ করে দেয়। এ থেকে সকলকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার জিরোটলারেন্স ঘোষণা করেছে। এর বিরুদ্ধে অভিযান চলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম। খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সিমিতির সভাপতি হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রহিমা আক্তার হেনাসহ পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সিমিতির নেতৃবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com