মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি: আগৈলঝাড়া উপজেলা বন্দরের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ি আশিষ তপাদারের বাবা বিশিষ্ট সমাজসেবক কান্তি তপাদার আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ৭টা ৪৩ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার বিকেলে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের পারিবারিক শ্মশানে এই সমাজ সেবকের অন্তোস্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। কান্তি তপাদারের মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, বাকাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, বন্দর ব্যবসায়িরা শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে কান্তি তপাদারের আত্মার শান্তি কামনা করেছেন।