মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
দিলিপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: রবিবার (১০ মার্চ) দুপুরে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির অস্থায়ী কার্যালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের সাথে একমত বিনিময় সভার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এসময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রফিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিন্নাত জামান, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবু বিধু ভূষন দাস, যুগ্ন সাধারন সম্পাদক ম. নুরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।