শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

নির্বাচনে নাশকতাকারী যে দলেরই হোক কঠোর ব্যবস্থা : নীলফামারীতে র‌্যাব অধিনায়ক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

মোঃ ইব্রাহিম আলী সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা নির্বাচনে কেউ নাশকতার চেষ্টা করলে সে দলেরই হোক না কেন
কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন র‌্যাব-১৩’র অধিনায়ক
অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বিপিএম(বার), পিপিএম। শনিবার (৯ মার্চ)
র‌্যাব-১৩’র নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২) ক্যাম্পে
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে
তিনি এ কথা জানান। র‌্যাব কর্মকর্তা বলেন, কেউ যদি ভোট নস্যাৎ করার
চেষ্টা করে কিংবা নাশকতা করার চেষ্টা করে কিংবা জাল ভোট দেওয়ার চেষ্টা
করে, সে ব্যক্তি যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সহিসংতা মোকাবেলায় ভোটের আগে ও পরের
দু’দিন পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবে বাহিনীর সদস্যরা। উৎসব মুখর
পরিবেশে একজন ভোটার যাতে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরতে
পারে সেটি নিশ্চিত করতে চাই আমরা। এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১৩
উপ-অধিনায়ক মেজর আরমীন রাব্বি, নীলফামারী ক্যাম্প অধিনায়ক মেজর এটিএম
নাজমুল হুদা, সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, সহকারী পুলিশ সুপার
আহসান, সহকারী পুলিশ সুপার সিদ্দিক প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com