শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৩০ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ দাখিল হয়নি। এ কারণে আগামী ১৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত।
আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী মামলাটির তদন্ত সংস্থা সিআইডিকে ১৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেন।