মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: মাত্র ১৫ হাজার (সব কিছু মিলে) টাকা জোগার করতে না পারায় অপারেশন হচ্ছে না রোকসানা নামে ২৫ বছর বয়সী এক অসহায় নারীর।তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের মৃত দবিরুল ইসলামের মেয়ে।
তার স্বামীর নাম মিঠু। তিনি দিনমজুর।তিন দিন আগে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক শুভেন্দুকে
দেখানো হয়। তিনি অপারেশনের কথা জানিয়ে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।কিন্তু সেখানে অপারেশনের জন্য প্রায় একমাস অপেক্ষা করতে হবে জানার পর রোকসানাকে শহরের মাম ক্লিনিকে ভর্তি করানো হয়। স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাকে ওষুধের ব্যবস্থা করে দেয়া হয়েছে। তিনদিন ধরে একমাত্র শিশু সন্তানকে নিয়ে ক্লিনিকে ভর্তি থাকলেও এখনও টাকা জোগার না হওয়ায় অপারেশন হচ্ছে না রোকসানার
রোকসানার পরিবার উপায় না পেয়ে সমাজের হৃদয়বান মানুষগুলোর সহায়তা কামনা করেছেন।সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে তার চাচার ০১৭৯৬৭৩২৬৬৯ নম্বরে।