মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী ১৮ মার্চ ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। আর নির্বাচনে সবচেয়ে বড় ভুমিকা পালন করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় নির্বাচনী কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফ করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান।শনিবার বিকেল চারটায় ঠাকুরগাঁও পুলিশ লাইনস মাঠে এ ব্রিফিং করেন তিনি।এসময় অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) চাইলাউ মারমা, সহকারি পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মো: হাসিবুল আলম সহ পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে জেলার সকল থানা পুলিশ, ডিবি পুলিশ, ডিএসবি সহ সকল উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।