বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্তর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় সরকারি কর্মকতা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনাদর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মনিরা জেসমিন মিষ্টির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বদরুদ্বোজা বদর উপস্থিত ছিলেন। আলোচনা ও পুরস্কার বিতরন শেষে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।