বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে জাগ্রত মানব সংঘের পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে এ ব্লাড ক্যাম্পে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া এবং দি-ডাচ্ বাংলা ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল। উপস্থিত ছিলেন জাগ্রত মানব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, টিএম ইকরাম, এইচ এম ইমদাদুল হক, সাংবাদিক মাওলানা কে.এম. নজরুল ইসলাম খান, জাগ্রত মানব সংঘের মাধবপুর উপজেলার সভাপতি যোবাইর আহমদ জনি, কসবা উপজেলার সদস্যবৃন্দ, ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যবৃন্দ এবং উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা তাজুল ইসলাম ভূইঁয়া স্যার প্রমুখ।