শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

আগৈলঝাড়ায় খাল দখল করে ভবন নিমার্নের অপরাধে ভবন সিলগালা করে মালিককে ৭ দিনের জেল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি‍ঃ বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ ভাবে খাল দখল করে পাকা ভবন নিমার্নের অপরাধে ওই ভবনের কাজ বন্ধ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অবৈধ পাকা ভবন নির্মান করার অপরাধে ভবন মালিককে ৭ দিনের বিনাশ্রম জেল দিয়েছে আদালত। জানা গেছে, উপজেলা সদর বাজারে সরকারী খালের দক্ষিণ পাড়ে ব্রীজের পূর্ব পাশে গৌরনদী উপজেলার টরকী সুন্দরদী গ্রামের মৃত নাজিম উদ্দিন সরদারের ছেলে মোবারক সরদার অবৈধ ভাবে সরকারী খাল দখল করে পাকা ভবন নির্মান করছিল। খাল দখল করে পাকা ভবন নির্মানের খবর পেয়ে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে দোকানে নির্মান কাজ বন্ধসহ লাল নিসানা টানিয়ে দেয় ভ্রাম্যমান আদালত। এ সময় ভবন নির্মান করার অপরাধে ভবন মালিক মোবারক সরদারকে বিনাশ্রম ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক। শনিবার সকালে মোবারক সরদারকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com