বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ঐতিহ্যবাহী নীলসাগর পুকুরে সাঁতার কাটতে নেমে এক তরুণ নিখোঁজ হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত তল্লাশী চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ তরুণের নাম সুমন চন্দ্র রায় (১৬)। সে জেলার সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের মোনাগঞ্জ গ্রামের সুকুমার চন্দ্র রায়ের ছেলে। এবং সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী। স্থানীয় সূত্র জানায়, হিন্দু সম্প্রদায়ের বারুণী উৎসব চলছে। সে উপলক্ষে নীলসাগর পুকুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বারুণী স্নান। হিন্দু সম্প্রদায়ের এ বারুণী স্নান চলবে শুক্রবার পর্যন্ত। সেই স্নানে অংশ নিতে বুধবার সকালে সুমন ছাড়াও একই গ্রামের বিপুল চন্দ্র রায় (১৬), অনুকুল চন্দ্র রায় (১৭) ও উত্তম কুমার চন্দ্র (১৬) মিলে পুকুরে সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে চার বন্ধু মিলে পশ্চিম পার থেকে পূর্ব পারে সাঁতরে পার হতে শুরু করে। কিন্তু বিশাল পুকুর সাঁতরে পার হওয়ার আগেই পুকুরের মাঝামাঝি গিয়ে তলিয়ে যায় সুমন। অপর ৩ জন কোনোরকমে পারে উঠতে পারলেও সুমন পারে উঠতে ব্যর্থ হয়। নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটলেও রংপুর থেকে আনা ফায়ার সার্ভিসের ডুবুরী দল সকাল ১১টায় পুকুরে তল্লাশী শুরু করে। টানা কয়েক ঘণ্টা তল্লাশী করেও নিখোঁজ সুমনের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নীলসাগর পারে ভিড় জমায় সুমনের পরিবারের লোকজনসহ হাজার হাজার উৎসুক মানুষ। তিনি বলেন, বৃহস্পতিবার (৪ এপ্রিল) আবারও তল্লাশী কার্যক্রম চালানো হবে।