বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

মাধবপুরে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

মাধবপুরে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শুক্রবার সকাল ১১টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজিত খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফশি আমন প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৬শ কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। প্রতি কৃষক ৫ কেজি বীজ ও ২৫ কেজি সার বিনামূল্যে পেয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড. মাহববু আলী এমপি। স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান ও আরিফুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। বক্তব্য রাখেন কৃষানী নাসিমা বেগম। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ গোলাম সারুয়ার ভূঁইয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com