বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ শতভাগ কর আদায়, সামাজিক ব্যাধি বাল্য বিয়ে প্রতিরোধ, ভিক্ষুকমুক্ত সমাজ গঠন ও মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহনের লক্ষ্যে বাকাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাকাল হাট টলঘরে ৩ নং ওয়ার্ডে সুধি সমাজের নেতৃবৃন্দর উপস্থিতিতে ৩নং ওয়ার্ড উইপি সদেস্য বিনয় বৈড়াগীর সভাপতিতে বিকেল চার ঘটিকায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ সভায় প্রধান অতিথি ছিলেন ২ং বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপুলদাস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা ভার প্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন , ওসি তদন্ত আকরাম হোসেন ওয়ার্ড উপদেস্টা হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য সান্তনা বেগম । এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার প্রেস ক্লাব সভাপতি আজাদ রহমার, উপজেলা রিপর্টাস ইউনিটির সভাপতি মোল্লা আসাদুজ্জামান সবুজ, সাংবাদিক মলয় বিশ^াস, জগদিশ মন্ডল, মৃদুল দাস, সাবেক ইউপি সদস্য আঃ রব ফকির , ৩নং ওয়ার্ড আঃ লীগ ওয়ার্ড সভাপতি অরুন মালাকার , স্থানীয় আঃ লীগ নেতা হারুন ফকির , স্থানীয় মুরব্বি যতিস বৈরাগী প্রমখ। প্রধান অতিথি চেয়ারম্যান বিপুলদাস উপস্থিত জন স্মুক্ষে ৩ নং ওয়ার্ডে ভিক্ষুক মুক্ত শত ভাগ ইউপি কর আদায় , বাল্য বিবাহ মুক্ত ও মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত রাখার জন্য সকেল প্রতি আহব্বান জানান সাথে সাথে বাল্য বিবাহের প্রথম সংবাদ দাতাকে নিজস্ব তহবিল থেকে ৫০০০ হাজার টাক পুরষ্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন সভার শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরনের মাধ্যমে সভা শেষ করেন।