শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব পালিত

আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব পালিত

মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধি‍ঃ বরিশালের আগৈলঝাড়ায় বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃকিতিক অনুষ্ঠান, কাবাডি ও প্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে নতুন বর্ষকে বরণ করা হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সকালে বিভিন্ন রঙ-বেরঙয়ের ফেস্টুন, ব্যানারসহ ঢাক-ঢোল নিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের তমাল তলায় গিয়ে শেষ হয়। পরে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের তমাল তলায় বাঙালি সাংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য উপস্থাপন করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুজা খাঁন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দু রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, বিপুল দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা সংসদ, স্কুল কলেজর শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষার্থীদের পরাজিত করে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুর অর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, আগৈলঝাড়া প্রেসকাব সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল হক মিয়া প্রমুখ। বিকেলে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলার সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com