বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ শিক্ষকদের বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা দেশজুড়ে বিনিয়োগ: শিক্ষা বিস্তারে জেলা–উপজেলা প্রশাসনকে যুক্ত করছে বিএসইসি এস এম বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান শাহজালালে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা; শিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় বেতন কমিশনের মতবিনিময় সভা শিক্ষকদের সঙ্গে করণ জোহরের সিনেমায় অভিনয় করেননি জয়া আহসান তরুণদের বীমায় সম্পৃক্ত করতে আইডিআরএর গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৫১৫

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ভিদোদো দু’দিনের সরকারি সফরে আজ শনিবার বিকেলে শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বাংলাদেশের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

ইন্দোনেশিয়ার এই নেতা হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ভিভিআইপিদের জন্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাঁকে ২১ দফা গান সেলুট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর পত্নী রাশিদা খানম ও কেবিনেট মন্ত্রীদের সঙ্গে নিয়ে তাঁকে স্বাগত জানান।

ঢাকায় অবতরণের পর ইন্দোনেশিয়ার একটি বিশেষ বিমান থেকে নেমে এলে দুটি শিশু ফুলের তোড়া দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি ইরিয়ানা জোকো ভিদোদো ও তার সফর সঙ্গীদলের সদস্যবৃন্দ। বিমানটি বিকেল ৪টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানানোর সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট সচিব, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব।

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভিদোদোকে একটি অস্থায়ী মঞ্চে নিয়ে আসেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদর্শন করে।

আনুষ্ঠানিকতা শেষে তিনি হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ সফরকালে এখানেই তাঁর অবস্থান করার কথা।

এরপরে সন্ধ্যা ৭টায় ভিদোদো বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্যে দিয়ে বাংলাদেশে তাঁর সরকারি সফর শুরু করেন। তিনি আগামীকাল সকাল সাড়ে ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতিযাদুঘর পরিদর্শন করবেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়াও তিনি মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারে যাবেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে গত ২৫ আগস্টের পর থেকে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দুই দিনের সরকারি সফর শেষে আগামী সোমবার সকাল ৯টায় তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com