বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরণ করে নেওয়া হয়েছে। বুধবার দুপুরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান এসএফএম শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াশিম মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেনকে বরণ করা হয়। বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা সুলায়মান মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন, মিজানুর রহমান, যুবলীগ নেতা একরামুল আলম লেবু প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।