বুধবার, ১৪ মে ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
মৃদুল দাস ,আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদ্যাপন উপলক্ষে বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাকৃতিতে পূস্পমাল্য অর্পন। পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে বনার্ঢ্য র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নবনিবাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত। উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস। অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যেগে ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নবনিবাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।