বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি
“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সমনে রেখে আগৈলঝাড়ায় প্রাইভেট হানপাতালের উদ্যোগে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে আগলৈঝাড়া দুঃস্থ মানবতার প্রাইভেট হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্তর থেকে র্যালী বের হয়ে মহাসড় ও উপজেলা পরিষদ চত্তর পদকিআষন করে।
পরে হাসপাতার চত্তরে দূঃস্থ মানবতার হাসপাতালের চিকিৎসক ডা. হিরন্ময় হালদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন হাসপাতালের আইন উপদেষ্টা এ্যাড. আবুল কাশেম সরদার, চিকিৎসক জাহিদুল ইসলাম, উপজেলা ফাড়িয়ার সভাপতি জুয়েল শিকদার, ম্যানেজার রুস্তুম রাঢ়ী, সুমন ফকির ও মনির মাহামুদ।