শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ে ও যৌন সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা মূলক র্যালী ও প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কণ্যাশিশু এডভোকেসী ফোরামের উদ্যেগে বৃহস্পতিবার সকালে র্যালী শেষে জেলা পরিষদ ডাকবাংলোয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন’র সভাপতিত্বে প্রচারাভিযান সভায় বাল্য বিয়ে ও যৌন সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতার উপর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, উপজেলা সুজন এর সভাপতি জেমস রিপন বাড়ৈ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, দি হাঙ্গার প্রজেক্টর উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম লিটন প্রমুখ। এ সময় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।