শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
সোহেল রানা (সৈয়দপুর): নীলফামারীর সৈয়দপুরে ০৩ নং বাঙ্গালীপুর ইউনিয়ন ফেসবুক গ্রুপ (বিইউএফজি) এর উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২৫ ই এপ্রিল বৃহস্পতিবার। এ আলোচনা সভায় ০৩ নং বাঙ্গালীপুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী প্রোনেবেশ চন্দ্র বাগচী (দুলাল বাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীনা আক্তার, সিনিয়র শিক্ষক আব্দুল আউয়াল, সেফটি জোনের সাধারণ সম্পাদক বিপ্লব।
আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ০৩ নং বাঙ্গালীপুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক কামরুল, কোষাধ্যক্ষ মাহাবুল আলম সহ আরো অনেকে।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক ও বাল্যবিবাহের প্রতিকার তুলে ধরে বলেন, ‘এখনই সময় সমাজে মহামারী আকার ধারণ করা মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনমত সৃষ্টি করে সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ নির্মূল করতে হবে।
এসময় আয়োজিত মৌখিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঙ্গালীপুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের সাংগঠনিক সম্পাদক হাসান শেখ। বাল্যবিবাহ নিয়ে কবিতা আবৃত্তি করেন সংগঠনটির কার্যকরী সদস্য জোসনা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আল আমিন, রহমতুল্লাহ, রসিদ, মিরাজ, মামুন, মশিউর, এফ এ সুমন, মরীয়ম, রজনী ও সিন্থিয়া।