বুধবার, ১৪ মে ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর দখল করে ২ কিলোমিটার জুড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। মাধবপুর পৌরশহরে সোনাই নদীর দুপাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ইমারত সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ভিটা গড়ে তোলে। এরফলে দিনে দিনে সোনাই নদী সংকোচিত হয়ে খালে পরিণত হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং বাজারের মধ্যের খাস পুকুরটি অচিরেই দখলমুক্ত করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান বলেন, নদী পাড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এগুলো উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। উচ্ছেদের সময় পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেছেন।