বুধবার, ১৪ মে ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের পাচপুড়ি পাড়া গ্রামের মৃত: মোহাম্মদ আলীর পুত্র আব্দুর রহমান বীরমুক্তিযোদ্ধা গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বিকাল ৫ টার সময় মৃত্যুবরণ করেন। আজ রবিবার সকালে তার নিজ বাস ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সমাপ্তি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন শেখ, পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান- আঃ লতিফ খান, পূর্ব ছাতনাই বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- আব্দুল লতিফ খান মিন্টুু সহ অত্র এলাকার সাধারন লোকজন জানাযায় উপস্থিত ছিলেন। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মৃত্যুতে ডিমলা উপজেলা প্রশাসন সহ এলাকার বিভিন্ন পেশার মানুষ গভীর ভাবে শোক প্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন এবং মৃত্যুর আত্মার প্রতি মাগফেরাত কামনা করেন। জানা গেছে ৭০ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।