বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বড় সতীনের ভাড়াটিয়া সন্ত্রসীদের হামলায় ছোট সতীন আহত হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পিত্রালয় থেকে মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের প্রবাসী মিলন হাসান ফকিরের দুই স্ত্রীর মধ্যে ঝগড়া হলে প্রথম স্ত্রী নিলুফা বেগম তার পিত্রালয় থেকে কিছু সন্ত্রাসী নিয়ে এসে স্বামীর বাড়িতে দ্বিতীয় স্ত্রী নুরুনাহার বেগমের উপর বুধবার রাত ৮টার দিকে হামলা চালায়। এসময় মিলন হাসান ফকিরের বৃদ্ধা পিতা করিম ফকির মিলনের দ্বিতীয় স্ত্রী নুরুনাহার বেগমকে বাচাতে গেলে তার উপরও সন্ত্রাসীরা অমানবিক হামলা করে। আহতদের ডাক-চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে নুরুনাহার বেগমকে ভর্তি করে ও করিম ফকিরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় আহত নুরুনাহার বেগম পিত্রালয় থেকে আগৈলঝাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।