শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

গজারিয়ায় নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

সুমন খান: গজারিয়ায় আ: মোনায়েম অর্থনৈতিক জোনে কর্মরত নিরাপত্তা কর্মী শফিকুল ইসলামের লাশ প্রকল্প সংলগ্ন গোমতী নদী থেকে উদ্ধার করেছে। ডিউটিরত সহকর্মী রবিউলকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। নিহত শফিকুল ইসলাম বেষ্ট সিকিউরিটি কোম্পানির নিয়োগ প্রাপ্ত হয়ে আ: মোনায়েম অর্থনৈতিক জোনে ডিউটি করতেন। বেষ্ট সিকিউরিটি কোম্পানির অফিসার মেজর অব: :আ: কাদের জানান গত ১জুলাই রাতে শফিকুল ইসলাম নিখোজ হয়। সে ভোলা সদর গ্রামের মৃত ইয়াছিন মিয়ার ছেলে। বুধবার সকালে কুমারিয়া গ্রামের লোকজন লাসটি নদিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে লাশটিকে গজারিয়া পুলিশ উদ্ধার করে। সহকর্মী রবিউল জানান একই সাথে ডিউটি করার সময় রাত ২টায় শফিকুল ইসলাম বৃষ্টির অজুহাতে ডিউটি ছেড়ে বিশ্রামাগারে চলে যায়। বিষয়টি নিরাপত্তা প্রধানকে জানিয়েছি। বেলা ১২টায় খোজে না পেয়ে শফিকুল ইসলাম নিখোজ সংবাদ জানাই কোম্পানি কর্মকর্তাকে। রাতে বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান মে: মিজানুর রহমান প্রধান এবং বেষ্ট সিকিউরিটি অফিসার মেজরঅব: আ: কাদের কেও জানাই এবিষয়ে মঙ্গলবার রাতে ২ জুলাই থানায় জিডি করা হয়। গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন সিকিউরিটি ইনচার্জ রাত শফিকুল নিখোজ এ বিষয়ে থানায় জিডি করেন। বুধবার সকাল ১০টায় শফিকুলের লাশ নদীতে পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে। সহকর্মী রবিউলকে জিঞ্জাসা বাদে থানা হেফাজতে রাখা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com