রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফোনের ভিতরে রয়েছে Snaodragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ
জানুয়ারি মাসে বার্সেলোনায় লঞ্চ হয়েছিল Nokia 9 PureView। অবশেষে বাজারে আসছে এই স্মার্টফোন। তবে আপাতত বাংলাদেশে নয়, ভারতে আসছে। পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে। Nokia 9 PureView এর পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা।
সম্প্রতি কোম্পানির ট্যুইটার হ্যান্ডেল থেকে ভারতে Nokia 9 PureView লঞ্চের খবর জানানো হয়েচজে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পাঁচটি রিয়ার ক্যামেরার এই ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে Nokia।
মার্কিন যুক্তরাষ্ট্রে Nokia 9 PureView এর দাম শুরু হচ্ছে 699 মার্কিন ডলার (প্রায় 49,700 টাকা) থেকে। এই ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা। নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snaodragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।