শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
কেননা এ জেলায় তিন লক্ষ চুরানব্বই হাজার কৃষকের মধ্যে দুই লক্ষই প্রান্তিক কৃষক।এহেন পরিস্থিতিতে জেলা প্রশাসক বরাদ্দের পরিমাণ বৃদ্ধির জন্য খাদ্য সচিবকে বিষয়টি অবহিত করলে পূণরায় ঠাকুরগাঁও জেলার জন্য ৩ হাজার মে:টন ধান ক্রয়ের অনুমতি পান।
আর এ নতুন বরাদ্দের অনুমতি পেইে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহে নেমে পড়েন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
শনিবার(৬ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা এলাকার সর্দার পাড়া ও বামন পাড়া গ্রামে গিয়ে বাড়তি বরাদ্দের ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এসময় দুইটি এলাকার নির্বাচিত ১২ জন কৃষকের কাছ থেকে এক টন করে ধান সংগ্রহ করলেও সেসময় আইয়ুব আলী নামে এক কৃষক জেলা প্রশাসক মহোদয়ের নিকট তার ধান ক্রয়ের অনুরোধ জানালে জেলা প্রশাসক তাৎক্ষণিক সেই কৃষকেরও এক টন ধান ক্রয় করেন।
কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: বাবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, খাদ্য পরিদর্শক নাঈম ইসলাম, শিবগঞ্জ এলএসডি গুদাম ইনচার্জ মো: গোলাম মোস্তফা, সদর এলএসডি গুদাম ইনচার্জ মো: শাহাবুদ্দিন, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।