বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বয়াতীবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল রবিবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালকিনি উপজেলার পশ্চিম খান্দুলীর গ্রামের ফজর আলীর ছেলে সাগর হোসেন (২৭) ও বরগুনা জেলার কালাইচর এলাকার খায়রুল আলমের ছেলে শাহাজাদা (২৫)। আহত হন বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের আব্দুল হকের ছেলে লাভলু হক (১৮)।
কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে করে কাজীবাকাই থেকে কালকিনির উদ্দেশে রওনা হন সাগর, শাহাজাদা ও লাভলু। পথে বয়াতীবাড়ী এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাগর ও শাহাজাদার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লাভলুকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।