শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
ধর্ষনের পর হত্যা করা ফুটফুটে বাচ্চাটির ছবিতে তাকাতেই আতকে উঠি! এমন নির্মম পরিণতি আপনার-আমার বাচ্চার হতে কতোক্ষণ? চোখ ঝাপসা হয়ে আসে মেয়েটার তখনকার বাঁচার আকুতি মিনতির দৃশ্যগুলো কল্পনা করে। কতোটা জঘন্য বিকৃত মানসিকতার ফলে আজ এই ধর্ষন-হত্যা? এই হত্যা-ধর্ষণ প্রতিরোধে শুধু বন্দুকের নল-ই যথেষ্ট কী!!
সাম্প্রতিক সময়ে বেশ কিছু ধর্ষক ক্রসফায়ারে মরলেও কমেনি ধর্ষন। শুধু ভয় দিয়ে এই মহামারী বন্ধ হবার নয়। তাই সুস্থ্য মস্তিষ্কের জাতী গঠনে সম্মলিত উদ্যোগ নেয়া দরকার জরুরী। শুধু বাহ্যিক উন্নয়নের মহাসড়কে নয়, ভীতরের উন্নয়নে সরকারকে মনোযোগী হতে হবে। কারণ আমাদের আশেপাশেই ভদ্রবেশী মানুষগুলোর ভীতরে বসবাস করছে ধর্ষক-খুনিরা। এরা জন্ম থেকেই ধর্ষক নয়। সমাজব্যবস্থার ফলেই এরা ধীরে ধীরে ধর্ষকে রূপান্তরিত হয়েছে। আমরা এমন একটি মানবিক সমাজ চাই যেখানে ধর্ষক তৈরি হবে না।