রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান নামক স্থানে পুলিশের স্টিকারযুক্ত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার(১১ জুলাই) রাত ৮ টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান নামক বাজারে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে পুলিশের স্টিকারযুক্ত একটি মাক্রোবাস সঞ্জয় রায়(৩২) ও আব্দুল হক(৪০) নামে দুই মোটরসাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশের গাড়িটিকে আটক করে রাখে।