সোমবার, ০৭ Jul ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

মাধবপুরে ফেনসিডিল সহ ২ জন আটক: প্রাইভেট কার জব্দ

মাধবপুরে ফেনসিডিল সহ ২ জন আটক: প্রাইভেট কার জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া স্টেশন বাজার থেকে প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচার কালে ৬২ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল হাসান জানান শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাবেক ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া রেল গেইট সংলগ্ন থেকে ঢাকা মেট্রো-গ-১২-১৫৮৬ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬২ বোতল ফেনসিডিল সহ চালক মিরাজ আলম ভূইয়া (৩০) ও রাসেল আলম ফয়সল (৩২) নামক ২ জনকে  আটক করে রবিবার সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে। মিরাজ নরসিংদী জেলার শিবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর ভূইয়ার ছেলে এবং রাসেল করিম নরসিংদী সদরের মৃত ফজল করিমের ছেলে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com