রবিবার, ২৭ Jul ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
মোংলা প্রতিনিধি: পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগানকে সমানে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা), মোংলা উপজেলা শাখার মত বিনিময় সভা করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় কলেজ রোডস্থ নিজেস্ব কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই মোংলা উপজেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মিলন। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, নিসচা’র মোংলার সদস্য সচিব মোঃ আল আমিন, সদস্য আবু বকর ছিদ্দিক, ফরহাদ হোসেন, আব্দুল জব্বার, বিজয় দত্ত, আকাশ ইসলাম, মিরাজ মল্লিক, নবী হোসেন সাগর, রিয়াদুল রাজু, মাসুদ হাওলাদারসহ আরো অনেকে। সভায় ঈদকে সামনে রেখে নিরাপদ সড়ক এর দাবিকে সামনে রেখে বক্তব্য দেয়া হয়। সভায় নিসচার সদস্য কার্ড বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সচেতনতামূলক একটি র্যালী বের করে মোংলা সরকারী কলেজ অভিমুখে শেষ করা।