মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ভোক্তার চাহিদা বাড়তে থাকায় মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় হাট বাজার ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। বিভিন্ন ভেজাল পন্যের মধ্যে সব থেকে বেশি বিক্রি হচ্ছে নিম্নমানের সয়াবিন তেল। সরেজমিনে লৌহজং উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ ও ভেজাল সয়াবিনের ব্যবসা চালিয়ে যাচ্ছে এই অবৈধ ব্যবসায়ীদের সিন্ডিকেট। এরা বছরের পর বছর মিথ্যা ঘোষণা, ওজনে কম দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
উল্লেখ্য যে, সয়াবিন তেলে ভিটামিন ‘এ’ থাকা বাধ্যতামূলক হলেও এইসব ভেজাল তেলে ভিটামিনের মান সঠিক দিচ্ছে না। সিটিজেন, মাজুলা, তিব্র, রূপালী, আপেল পদ্মাসহ নামে বেনামে বিভিন্ন নাম দিয়ে অবাধে বিক্রি করে যাচ্ছে মিথ্যা ঘোষণা দিয়ে। এসব তেল ক্রয় করে স্থানীয় ভোক্তারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পড়ছে। প্রতারিত হয়ে অনেকেই অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভোক্তা অধিকার আইনে। নওপাড়া বাজারে তিব্র সোয়াবিন তেল এর পরিবেশক হিসাবে তেল বিক্রি করচ্ছে বাদল মোল্লা নামে এক প্রবিন ব্যবসায়ি। কোম্পানি বা ব্যবসায়ি যেই হোক না কেন নিম্নমান, অনুমোদনহীন ও ভেজাল পন্যের বিষয়ে বাজার মনিটরিং সেল, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ভোক্তারা। (পর্ব-১)