শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ রবিবার (১১ আগস্ট) উদযাপিত হচ্ছে  পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের খুশি উপভোগ করছেন এসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের একাংশ।

সকালে ফরিদগঞ্জের মুন্সিহাট বাজার বড় মসজিদে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। এ ছাড়া সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জের সাদ্রা মাদরাসা মাঠে মাওলানা আরিফ চৌধুরী এবং বদরপুর ঈদগাহ মাঠে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের।

এদিকে, জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব ও ফরিদগঞ্জের আরো বেশ কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তারা পশু কোরবানি দেবেন।

চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯৩৩ সাল থেকে আরব বিশ্ব তথা চন্দ্রমাস হিসেব করে এভাবে দুটি ঈদ উদযাপন প্রচলন শুরু করেন। এখনও সেই ধারা চালু রেখেছেন তাঁর অনুসারীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com