রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) বলছে বকেয়া টাকার দোহাই দিয়ে চামড়া সংগ্রহকারীরা ফায়দা লুটার চেষ্টা করছে। এখন রপ্তানির সুযোগ দিলে তারাই লাভবান হবে।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবদ সম্মেলনে এসব মন্তব্য করেন, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ।
এ সময় তিনি আরো বলেন, আগামী ২০ আগস্ট থেকে সরকার বেঁধে দেওয়া দামে ট্যানারি মালিকরা লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করবেন। কাঁচা চামড়া রফতানির সুযোগ দেওয়া হলে দেশীয় চামড়া শিল্প হুমকির সম্মুখীন হয়ে পড়বে।
এক প্রশ্নের জবাবে বিটিএ সভাপতি বলেন, ট্যানারি মালিকদের সঙ্গে সিন্ডিকেটের কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে, তৃণমুল ব্যবসায়ীদের কথা বিবেচনায় চামড়ার দাম নির্ধারণ করা হলেও বাজারে এর প্রভাব পড়েনি। তাই বাধ্য হয়ে চামড়া রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার সকালে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রফতানি শুরু হলেই বাজারে চামড়ার দাম বাড়বে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা রফতানির সিদ্ধান্ত নিয়েছি। আজকে তারা মিটিংয়ে বসবে। যদি রফতানি করা যায় তাহলে দাম বাড়বে। যারা এর মধ্যে বিক্রি করে দিয়েছে তাদের আসলেই লোকসান হয়েছে। আমরা বলেছিলাম চামড়াটা লবণ দিয়ে অন্তত দুই চারদিন রেখে দেয়। যদি চামড়া রফতানি করা যায় তাতে তৃণমূলে চামড়ার দাম ভাল হবে।