সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ভোলায় কথিত বন্দুকযুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলায় রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
তারা হলেন- আল আমিন (২৭) ও মঞ্জুর আলম (২৫)।
ভোলা মডেল থানার ওসি ছগির মিয়া জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে দক্ষিণ রাজাপুর এলাকায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামিদের ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এতে ওই দুজন নিহত হয়। তাদের বিরুদ্ধে মাদকসহ থানায় একাধিক মামালা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর মর্গে পাঠানো হয়েছে।
মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, চরসিফলি গ্রামের এক কৃষকের তার দুই মেয়েকে মেহেদি কিনে দেন। ১১ আগস্ট সন্ধ্যার দিকে তাদের বাবা গরু বিক্রির টাকা আনতে ভোলা শহরে গেলে দুই বোন রাত ৮টার দিকে প্রতিবেশী দুঃসম্পর্কের আত্মীয় মাহফুজের স্ত্রীর কাছে হাতে মেহেদি লাগাতে যায়। ওই সময় মাহফুজের ঘরের ভাড়াটিয়া আল আমিন মেয়েটিকে ডেকে তার ঘরে নিয়ে যায়। আল আমিনের স্ত্রী ঘরে না থাকার সুযোগে সে ও তার সহযোগী মঞ্জুর আলম মেয়েটির হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুড়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার ঈদের দিন তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।