রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার মেয়েরাই নন, পুরুষরাও করে শুধু আলোচনায় আসে না: কাজল গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের নওগাঁয় বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরে চিরকুট লিখে কিশোরী আত্মহত্যা  স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট বন্ধে রাজউকের নির্দেশনা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ চলে গেল সপ্তম শ্রেণির জারিফও, নিহত বেড়ে ৩৪ ৯০ বছরের ঐতিহ্য হোবা ঘোষের রসগোল্লা
আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

মৃদুল দাস,আগৈলঝাড়া  প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচী পালনের মধ্য দিয়ে ১৫ আগষ্ট ৪৪তম জাতীয় শোক দিবস গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কর্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সূচনা করেন। পরে ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, জাতির পিতা ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালী, আলোচনাসভা, বিশেষ দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
চেম্বার অব কমার্সের পরিচালক, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা জাতির পিতার নাতি সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য জাতির পিতার ছোট নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নেতৃত্বে শোক দিবসের র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতা কর্মীরা।
র‌্যালী শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা আ’লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে জাতির পিতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত শেষে শহীদ আ. রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একই দিন সকালে শোক র‌্যালী, বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযথভাবে দিবসটি পালন করা হয়েছে। শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সরকারী কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্টান শেষে বিভিন্ন প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সস্তান কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com