মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে মদ পানে তিন যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মালিপাড়া এলাকায় চারজন মদ পানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহতরা হলেন- বিশ্বজিৎ মল্লিক (২৮), শাওন মজুমদার জুয়েল (৩০) এবং মিল্টন গোমেজ (৩২)।
এ তথ্য নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী জানায়, অসুস্থ অবস্থায় উজ্জ্বল বণিক নামে একজন নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।