মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

পীরগঞ্জেপঞ্চাশোর্ধ ব্যক্তির বিরুদ্ধে মাদ্রাসার ভিতরে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

পীরগঞ্জেপঞ্চাশোর্ধ ব্যক্তির বিরুদ্ধে মাদ্রাসার ভিতরে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোকসেদ আলী (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১২বছরের এক কিশোরীকে শ্রীলতহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। তিনি উপজেলার একান্নপুর গ্রামের মৃত পশির উদ্দিনের ছেলে।
শনিবার (১৭আগস্ট) সকালে উপজেলার মালগাঁও পকুয়ান টলি নামক স্থানে এ ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামের রুস্তম আলীর মেয়ে ও মালগাঁও তালেমুল কুরআন ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের ছাত্রী প্রতিদিনের মতো মাদ্রাসায় গেলে মাদ্রাসার দরজা বন্ধ দেখতে পেয়ে পাশের দোকানদার মোকসেদ আলীর কাছে চাবি থাকায় তার কাছে চাবি আনতে যায়। এসময় মোকসেদ আলী তার হাতে চাবি না দিয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয়।এসময় ছাত্রটি ভিতরে প্রবেশ করলে তাকে দোকানদার মোকসেদ আলী শ্লীলতাহানি করার চেষ্টা করে।
এসময় মেয়েটির চিৎকারে মোখলেসুর, রহিম, সাইফুলসহ একাধিক লোকজন এগিয়ে আসলে মোকসেদ আলী পালিয়ে যায়।
এ ব্যাপারে ৭নং হাজীপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা সত্য। বাদী পক্ষ মামলা করেছে বলে আমি জানি।
এ বিষয়ে মোকসেদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কিছু বলতে পারবোনা, আপনাদের সাথে আমার লোক হাজিরুল কথা বলবে সে চেয়ারম্যানের বাড়িতে আছে।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বজলুর রশিদ বলেন, মামলা হয়েছে আমরা আসামি ধরার চেষ্টায় আছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com